নতুন দিল্লি, ৩০ মার্চ ২০২৫
আজ রাজস্থান দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আপামর জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে এই রাজ্যটি উন্নয়নের পথে দ্রুতগতিতে এগিয়ে যাবে এবং উন্নত ভারত গঠনের পথে অমূল্য অবদান রাখবে।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লেখেন :
“অদ্ভুৎ সাহস এবং পরাক্রমের প্রতীক আমার রাজস্থান রাজ্যের সমস্ত ভাই-বোনেদের রাজস্থান দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। এই রাজ্যের মানুষ পরিশ্রমী এবং প্রতিভাশালী। তাঁদের অংশীদারিত্বে এই রাজ্য উন্নয়নের নিত্যনতুন মানদন্ড গড়ে তুলুক, দেশের সমৃদ্ধিতে অমূল্য অবদান রাখুক, এই কামনা করি।”
SC/SB/AS
अद्भुत साहस और पराक्रम के प्रतीक प्रदेश राजस्थान के अपने सभी भाई-बहनों को राजस्थान दिवस की अनेकानेक शुभकामनाएं। यहां के परिश्रमी और प्रतिभाशाली लोगों की भागीदारी से यह राज्य विकास के नित-नए मानदंड गढ़ता रहे और देश की समृद्धि में अमूल्य योगदान देता रहे, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) March 30, 2025