Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজস্থানের ভরতপুরে পথ দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের ভরতপুরে পথ দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে:

 “রাজস্থানের ভরতপুরের পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। গুজরাতে ধর্মীয় যাত্রায় অংশ নিতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার-পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।

“ভরতপুরে দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে তাঁদের নিকটাত্মীয়র জন্য এককালীন ২ লক্ষ টাকা করে অর্থ সহায়তা মঞ্জুর করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।”

 

AC/MP/SB