Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজী মন্দিরে পূজা ও দর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজী মন্দিরে পূজা ও দর্শন করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১০ মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজী মন্দিরে দর্শন ও পূজায় অংশ নেন। তিনি মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেন। ভগবান শ্রীনাথকে ‘ভেট পূজা’ নিবেদন করেন।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “নাথদ্বারায় আমার ভগবান শ্রীনাথজীর দর্শন ও আশীর্বাদ নেওয়ার সৌভাগ্য হয়েছে। দেশবাসীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছি”।

           

PG/PM/SB