নয়াদিল্লি, ৮ আগস্ট ২০২২
রাজস্থানের খাতু শ্যামাজি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
“রাজস্থানের শিকার-এ খাতু শ্যামাজি মন্দির কমপ্লেক্সে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির জন্য আমি চিন্তিত। ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা জানাই।” – এক ট্যুইট বার্তার মাধ্যমে এইভাবেই শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
PG/SKD/DM
Saddened by the loss of lives due to a stampede at the Khatu Shyamji Temple complex in Sikar, Rajasthan. My thoughts are with the bereaved families. I pray that those who are injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) August 8, 2022