নয়াদিল্লি, ১২ অক্টোবর ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়ার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শ্রী মোদী বলেন, তিনি ছিলেন সাহসিকতা ও দূরদৃষ্টির অপর নাম।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন –
“তাঁর জন্মবার্ষিকীতে রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়াজিকে জানাই শ্রদ্ধা। তিনি ছিলেন দূরদৃষ্টি ও সাহসিকতার অপর নাম। অন্যের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। আমার এর আগের #MannKiBaat অনুষ্ঠানে আমি তাঁর অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে যা বলেছি তা ভাগ করে নিচ্ছি।”
PG/PM/DM/
On her birth anniversary, tributes to Rajmata Vijaya Raje Scindia Ji. She was synonymous with courage and foresight. She devoted her life to serving others. Sharing what I had said during one of the previous #MannKiBaat programmes about her outstanding personality. pic.twitter.com/HTDBGxkSuw
— Narendra Modi (@narendramodi) October 12, 2022