Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজকোট এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে আমার অন্তরে : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি,২০২৪

আজ থেকে ঠিক ২২ বছর আগে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাট বিধানসভায় একজন বিধায়ক হিসেবে তাঁর প্রথম দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দিনটি ছিল ২০০২-এর ২৪ ফেব্রুয়ারি। তিনি রাজকোট-২-এ অনুষ্ঠিত এক উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন সেই সময়।

ঐ দিনটির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে এক বার্তায় বলেছেন :

“রাজকোট আমার হৃদয়ে সর্বদাই এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এই শহরের অধিবাসীরা আমার ওপর তাঁদের আস্থা ও বিশ্বাস ন্যস্ত করেছিলেন। আমার জীবনের প্রথম নির্বাচনে তাঁরাই আমাকে বিজয়ীর সম্মান এনে দিয়েছিলেন। তখন থেকেই জনতা জনার্দনের আশা-আকাঙ্ক্ষার প্রতি সুবিচারের লক্ষ্যে আমি সর্বদাই কর্মপ্রচেষ্ট। আজ এবং আগামীকাল গুজরাটে আমার উপস্থিতি এক সমাপতন বিশেষ। একটি কর্মসূচি আবার আয়োজিত হচ্ছে রাজকোটে। সেখানে আমি পাঁচটি এইমস উৎসর্গ করব জাতির উদ্দেশে।”

PG/SKD/DM