নতুন দিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
পরীক্ষা পে চর্চা ২০২৫-এর একটি বিশেষ পর্ব ১৮ জানুয়ারি সকাল ১১টার সময়ে সম্প্রচারিত হবে। এতে যেসব তরুণ পরীক্ষার্থী যোদ্ধা সফলভাবে পরীক্ষার চাপ ও উদ্বেগ কাটিয়ে উঠেছেন তারা অংশগ্রহণ করবেন। এই পর্বে তাদের অভিজ্ঞতা, কৌশল এবং পরীক্ষার চাপ ও উদ্বেগের মধ্যেও নিজেদের শান্ত রাখার বিষয়ে অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় এই খবর জানিয়ে বলেছেন;
“বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শুনুন… #ExamWarriors-দের কথা শুনুন যাঁরা পরীক্ষার চাপ ও উদ্বেগ সফলভাবে কাটিয়ে উঠেছেন। আগামীকালের পরীক্ষা পে চর্চায় আমার তরুণ বন্ধুরা এই বিষয়ে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।”
SC/SD/SKD
Hear it from the best experts…the #ExamWarriors who have successfully overcome exam stress and anxiety. Tomorrow’s ’Pariksha Pe Charcha’ features my young friends who will share their experiences. https://t.co/nh1qBPnrCK
— Narendra Modi (@narendramodi) February 17, 2025