Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

যখনই সুস্থতা ও মানসিক শান্তির কথা আসে, তখন সবচেয়ে প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হলেন সদগুরু জাগগি বাসুদেব : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৪ ফব্রুয়ারি, ২০২৫

 

সদগুরু জাগগি বাসুদেবকে সবচেয়ে প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ‘পরীক্ষা পে চর্চা’র চতুর্থ পর্ব দেখার জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন। 

এক্স হ্যান্ডেলে MyGovIndia-র এক পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী লিখেছেন :

“যখনই সুস্থতা ও মানসিক শান্তির কথা আসে, তখন সবচেয়ে প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হলেন @SadhguruJV। আমি #ExamWarriors এবং তাঁদের বাবা-মা ও শিক্ষকদের কাছে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি ‘পরীক্ষা পে চর্চা’ দেখার জন্য আবেদন জানাচ্ছি।”

SC/MP/DM