নয়াদিল্লি, ১৪ ফব্রুয়ারি, ২০২৫
সদগুরু জাগগি বাসুদেবকে সবচেয়ে প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ‘পরীক্ষা পে চর্চা’র চতুর্থ পর্ব দেখার জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে MyGovIndia-র এক পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী লিখেছেন :
“যখনই সুস্থতা ও মানসিক শান্তির কথা আসে, তখন সবচেয়ে প্রেরণাদায়ক ব্যক্তিত্ব হলেন @SadhguruJV। আমি #ExamWarriors এবং তাঁদের বাবা-মা ও শিক্ষকদের কাছে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি ‘পরীক্ষা পে চর্চা’ দেখার জন্য আবেদন জানাচ্ছি।”
SC/MP/DM
When it comes to wellness and mental peace, @SadhguruJV is always among the most inspiring personalities. I urge all #ExamWarriors and even their parents and teachers to watch this ‘Pariksha Pe Charcha’ episode tomorrow, 15th February. https://t.co/xStNbpyw5v
— Narendra Modi (@narendramodi) February 14, 2025