Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ম্যানিলায় পঞ্চদশ আসিয়ান-ভারত শীর্ষ বৈঠকে প্রারম্ভিক ভাষণ ভারতের প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর (১৪ নভেম্বর, ২০১৭)  

ম্যানিলায় পঞ্চদশ আসিয়ান-ভারত শীর্ষ বৈঠকে প্রারম্ভিক ভাষণ ভারতের প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর (১৪ নভেম্বর, ২০১৭)  

ম্যানিলায় পঞ্চদশ আসিয়ান-ভারত শীর্ষ বৈঠকে প্রারম্ভিক ভাষণ ভারতের প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর (১৪ নভেম্বর, ২০১৭)  

ম্যানিলায় পঞ্চদশ আসিয়ান-ভারত শীর্ষ বৈঠকে প্রারম্ভিক ভাষণ ভারতের প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর (১৪ নভেম্বর, ২০১৭)  


মাননীয়প্রেসিডেন্ট দুতার্তে,

সম্মানিতপ্রতিনিধিবৃন্দ,

মিঃপ্রেসিডেন্ট,

 

ম্যানিলায়আমার প্রথম সফরকালে আসিয়ান প্রতিষ্ঠার ৫০তম বর্ষপূর্তির মতো এক বিশেষ সন্ধিক্ষণেআজ এখানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।

 

একইসঙ্গেআমরা উদযাপন করছি আসিয়ান-ভারত আলোচনা ও অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী।

 

এই বিশেষতাৎপর্যময় বছরটিতে আসিয়ানের ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য আমি বিশেষ প্রশংসা করিফিলিপিন্স-এর। মিঃ প্রেসিডেন্ট, এই শীর্ষ বৈঠক আয়োজনের জন্য যে চমৎকার বন্দোবস্তআপনি করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদজানাই।

 

আসিয়ান-ভারতঅংশীদারিত্বের সম্পর্ককে আরও জোরদার করে তোলার ক্ষেত্রে একটি সমন্বয় রক্ষাকারী দেশহিসেবে ভিয়েতনামের অবদানের জন্য ঐ দেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও জানাই আমার ধন্যবাদ।

 

মাননীয়নেতৃবৃন্দ,

 

আসিয়ানের এইগৌরবময় যাত্রা শুধু উদযাপনেরই একটি উপলক্ষ মাত্র নয়, একইসঙ্গে তা সার্থকপ্রতিফলনেরও এক বিশেষ মুহূর্ত বটে।

 

এই ঐতিহাসিকক্ষণে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে একই লক্ষ্য, একই পরিচিতি এবং অভিন্ন ও নিরপেক্ষএকটি সমষ্টি হিসেবে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করবে আসিয়ানের এই মঞ্চটি।

 

আসিয়ানকেঘিরেই গড়ে উঠেছে ভারতের ‘পুবের জন্য কাজ করো’ নীতিটি। এর কেন্দ্রবিন্দুতে স্পষ্টতইরয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বলয় গড়ে তোলার বিশেষ দিকটি।

 

তৃতীয়আসিয়ান-ভারত কার্যপরিকল্পনার আওতায় আমাদের বহুধা প্রসারিত সহযোগিতা প্রচেষ্টা বেশভালো রকমই এগিয়ে গেছে এবং তা স্পর্শ করে গেছেরাজনৈতিক সম্পর্ক তথা নিরাপত্তা,অর্থনৈতিক অংশীদারিত্ব এবং সাংস্কৃতিক সহযোগিতা – এই তিনটি গুরুত্বপূর্ণস্তম্ভকেই।

মাননীয়প্রতিনিধিবৃন্দ,

 

হাজার হাজারবছর আগে ভারত এবং আসিয়ান দেশগুলির সঙ্গে সমুদ্রপথে যে সম্পর্ক স্থাপিত হয়েছে তাঅতীতে আমাদের বাণিজ্যিক সম্পর্ককে এক বিশেষ আকার দান করেছে। এই সম্পর্ককে আরওশক্তিশালী করে তুলতে এখন আমাদের আরও নিবিড়ভাবে কাজ করে যেতে হবে।

 

নিয়ম-নীতিভিত্তিকএক আঞ্চলিক নিরাপত্তার কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভারত বরাবরই তার নিরন্তর সমর্থনেরকথা জানিয়ে এসেছে আসিয়ানকে। সংশ্লিষ্ট অঞ্চলের স্বার্থরক্ষা এবং তার শান্তিপূর্ণবিকাশের লক্ষ্যে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা গ্রহণের বিষয়টিতে বরাবরই সমর্থন রয়েছেভারতের।

 

প্রত্যেকটিদেশই তার নিজের নিজের সামর্থ্য ও ক্ষমতা অনুযায়ী হিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরসংগ্রাম চালিয়ে এসেছে। কিন্তু বর্তমানে আমাদের সামনে এখন সেই সময় উপস্থিত যখন এইবিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রটিতে পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করে তোলার মধ্যদিয়ে যৌথভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা একান্ত জরুরি।

 

মাননীয়নেতৃবৃন্দ,

 

আমাদের ২৫তমবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ‘মিলিত মূল্যবোধ, অভিন্ন অদৃষ্ট’ – এই বিষয়বস্তুটিকেবেছে নেওয়া যেমন খুবই সঙ্গতিপূর্ণ হয়েছিল, তেমনই মিলিতভাবে আমরা বেশ কিছু স্মরণীয়কাজও সাফল্যের সঙ্গেই সম্পন্ন করেছি।

 

সেই স্মরণীয়বছরটির পূর্তি উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি, ২০১৮ তারিখে নয়াদিল্লিতে ভারত-আসিয়ানবিশেষ স্মারক শীর্ষ বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানানোর জন্য আমি অধীর আগ্রহেঅপেক্ষা করছি।

 

ভারতের ৬৯তমসাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে আসিয়ান নেতৃবৃন্দকে আমাদের প্রধান অতিথিরূপেবরণ করে নেওয়ার জন্য ১২৫ কোটি ভারতবাসী উদগ্রীব হয়ে রয়েছেন।

 

আমাদের সেই একও অভিন্ন অদৃষ্টের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সকলের সঙ্গে একযোগে কাজ করেযেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

 

ধন্যবাদ।

 

PG/SKD/DM/ .