Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মোরবী পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী

মোরবী পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩১ অক্টোবর ২০২২

গুজরাটের গান্ধীনগরের রাজভবনে আজ মোরবী পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

মোরবীতে দুর্ভাগ্যজনক এই বিপর্যয় ঘটার পর থেকে ত্রাণ ও উদ্ধার কাজে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়। বিপর্যয়ের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়। দুর্ঘটনাগ্রস্তরা যাতে সবরকম সহায়তা পান তা নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী আরও একবার জোর দিয়েছেন।

এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী হর্ষ সাঙ্ঘভি, গুজরাটের মুখ্যসচিব এবং পুলিশের মহানির্দেশক। এছাড়াও, গুজরাট রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

 

PG/AB/DM