নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়র বা মহানাগরিকদের সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধন করেন। এই উপলক্ষে গুজরাটের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানাগরিকদের সমাবেশে প্রধানমন্ত্রী প্রাচীন বারাণসী শহরে সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করেন। নিজের বক্তব্য স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, কাশীর উন্নয়ন সমগ্র দেশের কাছে ভবিষ্যৎ রূপরেখা হয়ে উঠতে পারে। তিনি বলেন, দেশে আমাদের শহরগুলি ঐতিহ্যবাহী এবং পরম্পরাগতভাবে তার বিকাশ হয়েছে। তাই, আধুনিকতার এই যুগে আমাদের শহরগুলির পুরাতত্ত্বের বিষয়গুলি লক্ষ্য রাখাও সমান গুরুত্বপূর্ণ। ঐতিহ্য ও স্থানীয় দক্ষতা কিভাবে সংরক্ষণ করা যায়, তা আমরা শহরগুলির কাছ থেকে শিখতে পারি বলেও শ্রী মোদী অভিমত প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, শহরের বর্তমান কাঠামো ভেঙে ফেলা নয়, বরং তার সংরক্ষণ ও পুনরুজ্জীবনে গুরুত্ব দিতে হবে। বর্তমান আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী, এই কাজ করতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে শহরগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে সেরা সাফল্য পাওয়া শহরগুলিকে স্বীকৃতি দিতে নতুন ক্যাটাগরি প্রণয়নের পরামর্শ দেন। এর পাশাপাশি, শহরগুলির সৌন্দর্যায়ন সমান জরুরি। এ প্রসঙ্গে তিনি মহানাগরিকদের ওয়ার্ডগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন।
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে শ্রী মোদী মহানাগরিকদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন। প্রধানমন্ত্রী একাধিকবার তাঁর ভাষণে ও বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে রঙ্গলী প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান, লোরি প্রতিযোগিতা আয়োজনের কথা উল্লেখ করেন। শহরগুলির জন্মদিন খুঁজে বের করে তা উদযাপন করার জন্যও শ্রী মোদী মহানাগরিকদের পরামর্শ দেন। নদনদী-কেন্দ্রিক শহরগুলিকে নিয়ে তিনি নদী উৎসব আয়োজনের কথাও বলেন। দেশে নদনদীগুলির গৌরব ও মহিমা আরও ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে সাধারণ মানুষ নদনদীগুলি নিয়ে আরও গর্ববোধ করবেন এবং সেগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও উৎসাহিত হবেন। শ্রী মোদী বলেন, নদনদীগুলিকে আমাদের নগর জীবনের কেন্দ্রে ফিরিয়ে আনতে হবে। এর ফলে, নগর জীবনে এক নতুন জীবনের সঞ্চার ঘটবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন অভিযান আরও নিবিড় করার জন্যও শ্রী মোদী মহানাগরিকদের পরামর্শ দেন। তিনি বলেন, বর্জ্য থেকে কিভাবে সম্পদ তৈরি করা যায়, সে বিষয়েও মহানাগরিকদের আরও উদ্যোগী হতে হবে। আমাদের শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখাই আমাদের প্রয়াস হয়ে উঠুক।
সড়ক আলোকিতকরণে ও বাড়িতে এলইডি বাতির ব্যবহার আরও বাড়ানোর ওপর শ্রী মোদী মহানাগরিকদের গুরুত্ব দেওয়ার কথা বলেন। মিশন মোড-ভিত্তিতে এলইডি বাতির ব্যবহার বাড়ানোর জন্য মহানাগারিকদের তিনি উদ্যোগী হতে বলেন। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে তিনি মহানাগরিকদেরকে শহরে থাকা মূর্তিগুলি পরিষ্কার ও স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বক্তৃতামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য এনসিসি ক্যাডেটদের সামিল করার পরামর্শ দেন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসবের সঙ্গে সাযুজ্য রেখে শহরে স্মৃতিসৌধ গড়ে তোলা যেতে পারে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। ‘এক জেলা, এক পণ্য’ কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট শহরের নির্দিষ্ট একটি পণ্য বা জায়গাকে স্বতন্ত্র পরিচিতি দেওয়ার জন্য মহানাগরিকদের প্রতি আহ্বান জানান। শ্রী মোদী নগর জীবনের বিভিন্ন দিক নিয়ে নাগরিক-বান্ধব চিন্তাভাবনা গড়ে তোলার কথা বলেন। শ্রী মোদী বলেন, গণপরিবহণ ব্যবস্থার প্রসার ঘটানো প্রয়োজন। এমনকি, সুগম্য ভারত অভিযানের মাধ্যমে শহরে দিব্যাঙ্গ-বান্ধব সুযোগ-সুবিধাও গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের শহরগুলি অর্থনীতির চালিকাশক্তি। তাই, শহরগুলিকে প্রাণবন্ত অর্থনীতির কেন্দ্র করে তুলতে হবে। শহরগুলিতে সুযোগ-সুবিধা গড়ে তোলার জন্য এমন এক অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে, যা অর্থনৈতিক কর্মকান্ডের আরও প্রসার ঘটাবে বলেও শ্রী মোদী অভিমত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আমাদের অগ্রগতির যাত্রাপথে উন্নয়নমূলক মডেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে (এমএসএমই) আরও শক্তিশালী করে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের এই অগ্রগতির যাত্রাপথে রাস্তার হকাররাও গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা তাঁদের বিভিন্ন সমস্যা প্রতি মুহূর্তে লক্ষ্য করেছি। তাই, পিএম-স্বনিধি যোজনা চালু করা হয়েছে। এই কর্মসূচিতে আপনারা রাস্তার হকারদের একটি তালিকা তৈরি করুন এবং তাঁদের মোবাইল ফোন-ভিত্তিক লেনদেনে আরও পারদর্শী করে তুলুন। এর ফলে, আরও সহজে সহায়তা মিলবে। মহামারীর সময় রাস্তার হকারদের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রমাণিত হয়েছে।
কাশীর উন্নয়নে মহানাগরিকরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সে সম্পর্কে তাঁদের প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ভাষণ শেষ করেন। তিনি বলেন, আপনাদের প্রস্তাব পেলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। তাই, আমি আপনাদের ছাত্র হতে চাই। শ্রী মোদী বলেন, সর্দার প্যাটেল আমেদাবাদের মেয়র ছিলেন এবং সারা দেশ আজও তাঁকে স্মরণ করে। রাজনৈতিক দিক থেকে মহানাগরিকের দায়িত্ব পাওয়া এমন একটি গুরুত্বপূর্ণ পদ, যা আপনাদেরকে দেশের মানুষের সেবা করার সুযোগ করে দেয়।
CG/BD/SB
Addressing the All India Mayors’ Conference. https://t.co/PYcC02bPDe
— Narendra Modi (@narendramodi) December 17, 2021
हमारे देश में ज़्यादातर शहर पारंपरिक शहर ही हैं, पारंपरिक तरीके से ही विकसित हुए हैं।
— PMO India (@PMOIndia) December 17, 2021
आधुनिकीकरण के इस दौर में हमारे इन शहरों की प्राचीनता भी उतनी ही अहमियत है: PM @narendramodi
हमारा शहर स्वच्छ रहे और स्वस्थ भी रहे, ये हमारा प्रयास होना चाहिए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 17, 2021
हमें शहर को vibrant economy का hub बनाना चाहिए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 17, 2021
हमारे विकास के मॉडल में MSME को कैसे बल मिले, इस पर विचार करने की जरूरत है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 17, 2021
रेहड़ी-पटरी वाले हमारी अपनी ही यात्रा के अंग है, इनकी मुसीबतों को हम हर पल देखेंगे।
— PMO India (@PMOIndia) December 17, 2021
उनके लिए हम पीएम स्वनिधि योजना लाए हैं। यह योजना बहुत ही उत्तम है।
आप अपने नगर में उनकी लिस्ट बनाइए और उनको मोबाइल फोन से लेन-देन सिखा दीजिए: PM @narendramodi
मेरा मेयरों से आग्रह है कि आप स्वच्छता को सिर्फ सालभर के एक कार्यक्रम के रूप में न लें। क्या आप हर महीने वार्डों के बीच स्वच्छता की स्पर्धा ऑर्गेनाइज करके यह देख सकते हैं कि कौन सा वार्ड सबसे ज्यादा सुंदर है? pic.twitter.com/GfUrh1uxEg
— Narendra Modi (@narendramodi) December 17, 2021
आजादी के अमृत महोत्सव के निमित्त हमारे शहरों में भी कई स्पर्धाएं करवाई जा सकती हैं। ये आजादी के आंदोलन से जुड़ी रंगोली या फिर गीत लिखने की स्पर्धा हो सकती है। हमारी माताएं-बहनें आजादी के 100 साल के सपनों से जुड़ी नई लोरियां भी बना सकती हैं। pic.twitter.com/7IxAoPZ1pI
— Narendra Modi (@narendramodi) December 17, 2021
जिन शहरों में नदी है, क्या हम वहां हर वर्ष सात दिन के लिए नदी-उत्सव मना सकते हैं, जिसमें पूरे शहर के लोग शामिल हों। इससे आपके शहर में एक नई जान आ जाएगी, नया उत्साह आ जाएगा। pic.twitter.com/0NxjQlT8pz
— Narendra Modi (@narendramodi) December 17, 2021
कोरोना काल ने हमें समझाया है कि जिनके भरोसे हमारी रोजाना की जिंदगी चलती है, वे रेहड़ी-पटरी वाले कितने मूल्यवान हैं। उनके लिए ही पीएम स्वनिधि योजना लाई गई है। हमारा दायित्व बनता है कि उन्हें डिजिटली ट्रेंड करें, ताकि उनका जीवन अधिक से अधिक आसान बन सके। pic.twitter.com/EfFqS6IAyR
— Narendra Modi (@narendramodi) December 17, 2021
उत्तर प्रदेश में एक बहुत अच्छा कार्यक्रम चल रहा है- वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट। इसका इतना असर हुआ है कि आपको पता चल जाएगा कि किस जिले की पहचान किस चीज के लिए है। क्या उसी प्रकार आपका शहर यह तय कर सकता है कि वो कौन सी बात है, जो उसकी पहचान बने। pic.twitter.com/cNUxgmWi5V
— Narendra Modi (@narendramodi) December 17, 2021