নয়াদিল্লি, ৩০ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘মেরি মাটি – মেরা দেশ’ অভিযান অমৃতকালের আগামী ২৫ বছরে ৫টি প্রণ বা প্রতিজ্ঞা পূরণ করবে এবং আমাদের শহীদদের স্বপ্ন পূরণে সাহায্য করবে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ‘মেরি মাটি – মেরা দেশ’ অভিযান সম্পর্কে যে নিবন্ধ লিখেছেন, সেই বিষয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এই অভিযানের আওতায় দিল্লিতে যে অমৃত বাটিকা তৈরি হচ্ছে, তা আমাদের যুবসম্প্রদায়কে সর্বদাই প্রেরণা যোগাবে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলা হয়েছে, “কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি লিখেছেন, উন্নত ভারতের স্বপ্ন পূরণের ক্ষেত্রে ‘মেরি মাটি – মেরা দেশ’ অভিযানের আওতায় নির্মিত ‘অমৃত বাটিকা’ অমৃতকালের আগামী ২৫ বছরে ৫টি প্রণ বা প্রতজ্ঞা পূর্ণ করবে এবং আমাদের শহীদদের স্বপ্ন পূরণের জন্য যুবসম্প্রদায়কে প্রেরণা যোগাবে”।
PG/PM/SB…
केंद्रीय मंत्री श्री @kishanreddybjp लिखते हैं कि विकसित भारत के सपने को साकार करने में 'मेरी माटी-मेरा देश' अभियान से बनने वाली 'अमृत वाटिका' अमृतकाल के आगामी 25 वर्षों में पंच-प्रणों की पूर्ति करेगी और हमारे बलिदानियों के सपनों को साकार करने के लिए युवा पीढ़ी को प्रेरित भी… https://t.co/bp35aF2QbH
— PMO India (@PMOIndia) October 30, 2023