মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা – এই তিনটি রাজ্যের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন, “রাজ্য হিসেবে মেঘালয়, মণিপুর ও ত্রিপুরার প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীদের আমার অভিনন্দন। উন্নয়নের লক্ষ্যে এই রাজ্যগুলির যাত্রা সফল হয়ে উঠুক এই আমার কামনা।”
SSS/SKD/DM/S….21st January, 2016
Greetings to people of Meghalaya, Manipur & Tripura on their Statehood Day. I wish these states the very best in their development journey.
— Narendra Modi (@narendramodi) January 21, 2016