Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিবের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা


নতুনদিল্লী, ২৩ এপ্রিল, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ ডঃ মোহাম্মেদ বিন আব্দুলকরিম আল-ইসা আজ জেড্ডায় সাক্ষাত করেছেন । জম্মু কাশ্মীরে বীভৎস জঙ্গীহানার কঠোর নিন্দা জানান তিনি। এই হামলায় নিরাপরাধ নাগরিকদের  প্রাণ হারানোয় তিনি গভীর শোক ব্যক্ত করেন।  

প্রধানমন্ত্রী ২০২৩ এর জুলাই-এ নতুনদিল্লিতে মহাসচিবের সঙ্গে তার সাক্ষাতের স্মৃতিচারণা করেন ।  সহনশীল মূল্যবোধ এবং মধ্যপন্থাকে প্রসার ঘটানো,  সমাজে সংহতি এবং সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে মুসলিম ওয়ার্ল্ড লীগের  ভূমিকার প্রশংসা করেন তিনি। বহু সংস্কৃতি, বহুভাষা, বহুজাতি ও বহু ধর্মের  মানুষের বাস এই ভারতে। প্রাচীন সময়কাল থেকে এ দেশে বসুধৈব কুটুম্বকম ( সারা বিশ্ব অভিন্ন পরিবার) দর্শনের কথা তিনি উল্লেখ করেন।  ভারতের অতুলনীয় বৈচিত্রই এ দেশের প্রাণবন্ত সমাজ গঠনের মূল শক্তি।  কট্টরপন্থা, জঙ্গীবাদ এবং সহিংসতার বিরুদ্ধে মুসলিম ওয়ার্ল্ড লীগের দৃঢ় অবস্থানের প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। 

সৌদি আরব বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে। ভারত,  সৌদি আরবের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। দুই দেশের সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নিবিড় যোগাযোগ এই অংশীদারীত্বের অন্যতম স্তম্ভ। 

 

SC/CB