নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে নৌকা দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়ের জন্য এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, “মুম্বাইয়ে নৌকা দুর্ঘটনা মর্মান্তিক। শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি রইল সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে: প্রধানমন্ত্রী @narendramodi.
মুম্বাইয়ে নৌকা দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়ের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা”।
PG/PM/SB
The boat mishap in Mumbai is saddening. Condolences to the bereaved families. I pray that the injured recover soon. Those affected are being assisted by the authorities: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 18, 2024
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the boat mishap in Mumbai. The injured would be given Rs. 50,000. https://t.co/EPwReaayYk
— PMO India (@PMOIndia) December 18, 2024