Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মা কাত্যায়নীর আশীর্বাদ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে সকল ভক্তদের জন্য মা কাত্যায়নীর আশীর্বাদ প্রার্থনা করেছেন। তিনি মানসিক দৃঢ়তা ও আত্মাবিশ্বাস যেন বৃদ্ধি পায়, সেই কামনা করেন। প্রধানমন্ত্রী ভগবানের একটি বিশেষ স্তোত্রপাঠ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “চন্দ্রহাসৌজব্বলকরা শার্দুলবরবাহন।
কাত্যায়নী চ শুভদা দেবী দানবঘাতিনী।।

মা দুর্গার কাত্যায়নী রূপ অত্যন্ত অদ্ভুত ও অলৌকিক। আজ তাঁর আরাধনায় সকলের নতুন আত্মবিশ্বাস বেড়ে উঠুক – এই কামনা করি”।

 

PG/PM/SB