নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে সকল ভক্তদের জন্য মা কাত্যায়নীর আশীর্বাদ প্রার্থনা করেছেন। তিনি মানসিক দৃঢ়তা ও আত্মাবিশ্বাস যেন বৃদ্ধি পায়, সেই কামনা করেন। প্রধানমন্ত্রী ভগবানের একটি বিশেষ স্তোত্রপাঠ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “চন্দ্রহাসৌজব্বলকরা শার্দুলবরবাহন।
কাত্যায়নী চ শুভদা দেবী দানবঘাতিনী।।
মা দুর্গার কাত্যায়নী রূপ অত্যন্ত অদ্ভুত ও অলৌকিক। আজ তাঁর আরাধনায় সকলের নতুন আত্মবিশ্বাস বেড়ে উঠুক – এই কামনা করি”।
PG/PM/SB
चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना।
— Narendra Modi (@narendramodi) October 1, 2022
कात्यायनी च शुभदा देवी दानवघातिनी॥
मां दुर्गा का कात्यायनी स्वरूप अत्यंत अद्भुत और अलौकिक है। आज उनकी आराधना से हर किसी को नए आत्मबल और आत्मविश्वास का आशीर्वाद मिले, यही कामना है। pic.twitter.com/cVCYQutiRB