নতুনদিল্লি, ১১ই অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মা কাত্যায়নীর কাছে ভক্তদের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন , যাতে নবরাত্রির এই সময়ে আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার ভাবনা আরো দৃঢ় হয়।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“মা কাত্যায়নীকে প্রণাম জানাই। তাঁর আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার ভাবনা আরো দৃঢ় হোক। “
CG/CB/NS
I bow to Maa Katyayani. May her blessings remain upon us and may they further the spirit of brotherhood and compassion in our society. pic.twitter.com/5G8UFKfrUJ
— Narendra Modi (@narendramodi) October 11, 2021