৩৭১ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে মায়নামারে ৬৯টি সেতু নির্মাণের প্রস্তাবে আজ সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মায়নামারের ত্রিমাত্রিক মহাসড়কের তামু-কিজোন-কালেওয়া সেকশনে যোগাযোগের রাস্তা সহ ৬৯টি সেতু গড়ে তোলা হবে। এর ফলে, উন্নতি ঘটবে ভারত ও মায়নামারের মধ্যে যোগাযোগের। দু’দেশের মধ্যে যান চলাচল ও পণ্য পরিবহণের বিষয়টিও এই সেতু নির্মাণের ফলে সহজতর হয়ে উঠবে।
SSS/SKD/DM/……30th December, 2015