Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মার্কিন প্রতিরক্ষা ও বিদেশী সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষৎ

মার্কিন প্রতিরক্ষা ও বিদেশী সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষৎ


নতুন দিল্লি, ২৭ অক্টোবর, ২০২০
 
 
মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব   মাইকেল আর পম্পেও এবং প্রতিরক্ষা সচিব  ডাঃ মার্ক টি এস্পার আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে  সাক্ষাৎ করেছেন।
 
 তাঁরা মার্কিন রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।  ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি ট্রাম্পের সফল সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রীও তাঁদের  শুভেচ্ছা জানান। 
 
 সচিবরা প্রধানমন্ত্রীকে তাঁদের দ্বিপাক্ষিক বৈঠক এবং আজ অনুষ্ঠিত তৃতীয় ভারত-মার্কিন ২ + ২ বার্তালাপ  সম্পর্কে অবহিত করেন।  তাঁরা ভারতের সঙ্গে  আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং যৌথ দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য স্থির করে একত্রে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন। 
 
 প্রধানমন্ত্রী তৃতীয় ২ + ২ সংলাপের সাফল্যের  প্রশংসা  করেন।  সাম্প্রতিক সময়ে বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের দ্বিপাক্ষিক ক্ষেত্রে বহুমুখী  বিকাশের বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী  উভয় দেশের মধ্যে আস্থার দৃঢ় ভিত্তি, অংশীদারিত্ব মূলক মূল্যবোধ এবং মানুষের সঙ্গে মানুষের গভীর  সম্পর্কের কথা তুলে ধরেন।
 
 
CG/SS