নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৪
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী জেক সুলিভান আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি গুরুত্বপূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি বা আইসিইটি (ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস্) -তে নতুন নতুন উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন। সেমিকন্ডাক্টর, কৃত্রিম মেধা, টেলিযোগাযোগ, প্রতিরক্ষা, বিরল মৃত্তিকার মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, মহাকাশের মতো বিষয়গুলি এই আলোচনায় স্থান পেয়েছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক অংশীদারিত্ব প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশ সম দৃষ্টিভঙ্গী পোষণ করে।
শ্রী মোদী সদ্য অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে তাঁর ইতিবাচক মতবিনিময়ের প্রসঙ্গটি উল্লেখ করেন । তিনি তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।
PG/CB/SB
Met US National Security Advisor @JakeSullivan46. India is committed to further strengthen the India-US Comprehensive Global Strategic Partnership for global good. pic.twitter.com/A3nJHzPjKe
— Narendra Modi (@narendramodi) June 17, 2024