Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ


মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভজ-এর স্পিকার শ্রী কেভিন ম্যাকার্থি, সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শ্রী চার্লস শ্যুমার, সেনেটের রিপাবলিক দলের নেতা শ্রী মিচ ম্যাককনেল এবং কংগ্রেসের ডেমোক্র্যাটিক দলের নেতা শ্রী হাকিম জেফরিজ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন।

সেই সময় ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন।

এর আগে ক্যাপিটল হিল-এ পৌঁছনোর পর কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এরপর শ্রী মোদী স্পিকার শ্রী ম্যাকার্থি এবং কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।

তাঁর ভাষণে প্রধানমন্ত্রী ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে মার্কিন কংগ্রেসের দীর্ঘদিনের নানা কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

তিনি ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ শক্তিশালী হওয়ার বিষয়টি উল্লেখ করে কিভাবে তা আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন। তিনি বলেন, ভারত বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে এবং সারা বিশ্বের সামনে নানা সুযোগ নিয়ে এসেছে।

অধ্যক্ষ ম্যাকার্থি প্রধানমন্ত্রীর সম্মানে একটি ভোজসভার আয়োজন করেন। ২০১৬-র সেপ্টেম্বরে তাঁর সরকারি সফরের সময় মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার পর এটি শ্রী মোদীর যৌথ অধিবেশনে দ্বিতীয় ভাষণ।