নতুন দিল্লি, ২৬শে মে, ২০২৩
নাগরিকদের ভালোবাসা ও আস্থার প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরে আসার পর মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনার খবর সংবাদ পাঠিকা শ্রীমতী রুবিকা লিয়াকত এক ট্যুইট বার্তায় তুলে ধরেন।
এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:
“কোটি কোটি দেশবাসীর ভালোবাসা এবং আস্থা আমাকে দেশের জন্য় কাজ করার শক্তি যোগায় এবং প্রতি মুহুর্তে আমি দেশ সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে পারি।”
CG/CB/SFS
ये करोड़ों देशवासियों का प्रेम और विश्वास ही है, जो मुझे नई ऊर्जा से भर देता है और हर पल देश सेवा के लिए प्रेरित करता है। https://t.co/twvuQ2yhh0
— Narendra Modi (@narendramodi) May 25, 2023