নয়াদিল্লি, ২২ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১ জুন ওয়াশিংটন ডিসি-তে মাইক্রনের সিইও সঞ্জয় মেহরোত্রার সঙ্গে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রী ভারতে সেমি কন্টাক্টর উৎপাদনে গতি আনতে মাইক্রন প্রযুক্তিকে কাজে লাগানোর কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ভারত সেমি কন্টাক্টর সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা মূলক সুবিধা প্রদান করতে পারে।
CG/SS/NS …22.06.23 ….80
PM @narendramodi held a meeting with President and CEO of @MicronTech Sanjay Mehrotra in Washington DC. They discussed the opportunities pertaining to manufacturing of semiconductors in India. pic.twitter.com/LwKp2FPhj0
— PMO India (@PMOIndia) June 22, 2023