নয়াদিল্লি, ২৯ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট (এমএসএসসি)-এ নাম নথিভুক্তির জন্য মহিলাদের কাছে আর্জি জানিয়েছেন।
এমএসএসসি-এর মাধ্যমে মহিলাদের আরও আর্থিক সুবিধা সংক্রান্ত কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানীর এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:
“আমি আরও বেশি সংখ্যক মহিলার কাছে নাম নথিভুক্তির জন্য আর্জি জানাচ্ছি। এতে আমাদের নারী শক্তির বহু সুবিধার ব্যবস্থা রয়েছে।”
PG/MP/NS
I also urge more women to enrol for MSSC. It offers many advantages for our Nari Shakti. https://t.co/xG7t8XBvOq
— Narendra Modi (@narendramodi) April 29, 2023