নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
এশিয়ান গেমস-এ মহিলাদের সান্ডা ৬০ কিলোগ্রাম পর্যায়ে যুযুৎসু (কুংফু বা মার্শাল আর্ট) প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ী রশিবীনা দেবী নাওরেমের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন :
“মহিলাদের সান্ডা ৬০ কিলোগ্রাম পর্যায়ে যুযুৎসু (কুংফু বা মার্শাল আর্ট) প্রতিযোগিতায় নিষ্ঠা ও মেধার বলে রৌপ্য পদক জয় করেছেন রশিবীনা দেবী নাওরেম। অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন তিনি। সাফল্যের শিখরে আরোহণের জন্য তিনি নিরন্তর অনুশীলন চালিয়ে গেছেন। যেভাবে শৃঙ্খলা ও স্থির সঙ্কল্পের মাধ্যমে তিনি সাফল্য অর্জন করেছেন, সেজন্য তাঁকে অভিনন্দন জানাই।”
PG/SKD/DM/
Our dedicated and talented Roshibina Devi Naorem has won a Silver Medal in Wushu, Women’s Sanda 60 kg. She has showcased extraordinary talent and relentless pursuit of excellence. Her discipline and determination are also admirable. Congratulations to her. pic.twitter.com/CYiT8Mjyq2
— Narendra Modi (@narendramodi) September 28, 2023