Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ের জন্য নিখাত জারিন’কে অভিনন্দন প্রধানমন্ত্রীর ব্রোঞ্জ পদক জয়ের জন্য মণীষা মৌন এবং প্রবীণ হুডা’কে অভিনন্দন


নয়াদিল্লি, ১৯ মে, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ের জন্য নিখাত জারিন’কে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ব্রোঞ্জ পদক জয়ী দুই বক্সার মণীষা ও প্রবীণ হুডা’কেও অভিনন্দন জানান।

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের বক্সাররা গর্বিত করেছেন। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ের জন্য @nikhat_zareen-কে অভিনন্দন। এই প্রতিযোগিতাতেই ব্রোঞ্জ পদক জয়ী মণীষা মৌন ও প্রবীণ হুডা’কে অভিনন্দন জানাই”।

 

CG/BD/SB