নয়াদিল্লি ৫ অক্টোবর
হ্যাংঝৌ এশিয়ান গেমসে মহিলাদের কুস্তিতে ৫৩ কোজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতায় অন্তিম পঙ্গলকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেছেন;
“মহিলাদের কুস্তিতে ৫৩ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক জয়ে @OlyAntim-কে অভিনন্দন। তাঁর সাফল্যে দেশ গর্বিত। আরও উজ্জ্বল নজির গড়ুন, অনুপ্রাণিত করুন”।
PG/AB/CS
Congratulations to @OlyAntim for clinching the Bronze Medal in Freestyle 53kg Women's Wrestling event. Our nation is proud of her. Keep shining, keep inspiring! pic.twitter.com/sLGGTHRI5b
— Narendra Modi (@narendramodi) October 5, 2023