নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহালয়া উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“মহালয়া উপলক্ষে আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করি এবং জনগণের জন্য তাঁর পবিত্র আর্শিবাদ কামনা করি। সকলে আনন্দে থাকুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। সর্বত্র সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ বিরাজ করুক।
শুভ মহালয়া!”
PG/CB/NS
On Mahalaya, we pray to Maa Durga and seek her divine blessings for our people. May everyone be happy and healthy. May there be prosperity and brotherhood all around.
— Narendra Modi (@narendramodi) September 25, 2022
Shubho Mahalaya!