Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহারাষ্ট্রের সিন্ধু দুর্গের রাজকোট কেল্লার ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহারাষ্ট্রের সিন্ধু দুর্গের রাজকোট কেল্লার ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ৪ ডিসেম্বর ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সিন্ধু দুর্গের রাজকোট কেল্লার ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির আবরণ উন্মোচন করেন। শ্রী মোদী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও একটি চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“আজ সন্ধ্যায় রাজকোট কেল্লায় ছত্রপতি শিবাজীর মূর্তির আবরণ উন্মোচন করেছি।”
“आज संध्याकाळी,  राजकोट किल्ल्यावरील छत्रपती शिवाजी महाराजांच्या भव्य पुतळ्याचे अनावरण करण्यात आले.”
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী রমেশ বৈশ, সেরাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় ক্ষু্দ্র, মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পমন্ত্রী শ্রী নারায়ণ রানে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ ও শ্রী অজিত পাওয়ার এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার। 

PG/PM/AS