Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহারাষ্ট্রের ভাধাভানে বড় জাহাজ চলাচলের উপযোগী বন্দর নির্মাণে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ মহারাষ্ট্রের ধানাউয়ের কাছে ভাধাভানে একটি বড় বন্দর গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষের আওতাধীন ভাধাভান বন্দর প্রকল্প লিমিটেড এবং মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড – এর যৌথ উদ্যোগে এই বন্দরটি নির্মিত হবে। সবধরনের আবহাওয়ায় কাজ করতে সক্ষম, বড় জাহাজ চলাচলের উপযোগী এই বন্দরটি নির্মাণ করতে খরচ ধরা হয়েছে ৭৬ হাজার ২২০ কোটি টাকা। পরিকাঠামোগত নির্মাণে সরকারি – বেসরকারি অংশীদারিত্বে কাজ চলবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বন্দর এবং জাতীয় মহাসড়কের মধ্যে সংযোগ গড়ে তোলার পাশাপাশি রেল সংযোগের ক্ষেত্রেও সবুজ সংকেত দিয়েছে। 
এই বন্দরে থাকবে ৯টি কন্টেনার টার্মিনাল, ৪টি বহু উদ্দেশ্যসাধক বার্থ এবং অন্য সুযোগ-সুবিধা। এই কাজে সমুদ্র পরিসরের ১.৪৪ হেক্টর এলাকা ব্যবহার করা হবে। নতুন এই বন্দরটি দিয়ে বছরে ২৯ কোটি ৮০ লক্ষ মেট্রিক টন পণ্য আদান-প্রদান করা যাবে।
এই বন্দরের সুবাদে ভারত – মধ্যপ্রাচ্য – ইউরোপ ইকনোমিক করিডর এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডর দিয়ে আমদানি-রপ্তানির কাজ সহজ হবে। সুদূর পূর্ব, মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা আমেরিকা মহাদেশে চলাচলকারী জাহাজগুলিও এই বন্দর ব্যবহার করতে পারবে। 
পিএম গতিশক্তি কর্মসূচির লক্ষ্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ এই প্রকল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১২ লক্ষ মানুষের কর্মসংস্থানের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। 

PG/AC/SB