মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, “মহাবীর জন্মজয়ন্তীতে আমরা ভগবান মহাবীরের পবিত্র চিন্তাভাবনা ও আদর্শকে স্মরণ করি এবং এক সম্প্রীতিময় ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে নিজ নিজ অঙ্গীকারের পুনরাবৃত্তি করি”।
PG/SB/S
On Mahavir Jayanti, we recall the pure thoughts & ideals of Lord Mahavir & reaffirm our commitment towards a harmonious & peaceful society.
— Narendra Modi (@narendramodi) April 19, 2016