Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য


নতুন দিল্লী, ১১ এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহান সমাজ সংস্কারক, দার্শনিক ও লেখক মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, অগণিত মানুষের সামাজিক ন্যায় নিশ্চিত করার জন্য এবং তাঁদের জীবনে আশার সঞ্চার করায় মহাত্মা ফুলে সকলের কাছে সম্মানীয়। তিনি সাম্য প্রতিষ্ঠা করার জন্য, নারীদের ক্ষমতায়ণ ও শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করেছেন।

প্রধানমন্ত্রী মহান চিন্তাবিদ জ্যোতিবা ফুলের প্রতি তাঁর ভাবনা মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে ভাগ করে নেন। ওই অনুষ্ঠানে শ্রী মোদী বলেছেন, মহাত্মা ফুলে মেয়েদের জন্য স্কুল শুরু করেন, কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং জল সঙ্কট দূর করার জন্য অভিযান শুরু করেন।

এক গুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,

“অগণিত মানুষের সামাজিক ন্যায় নিশ্চিত করার জন্য এবং তাঁদের জীবনে আশার সঞ্চার করায় মহাত্মা ফুলে সকলের কাছে সম্মানীয়। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি সমাজে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, নারীদের ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর জন্মদিকে তাকে শ্রদ্ধা জানাই।“

“আজ মহাত্মা ফুলের জন্মদিন, আর মাত্র কয়েকদিন পরে ১৪ তারিখ আম্বেদকরের জন্মদিন। গতমাসের #MannKiBaat অনুষ্ঠানে তাঁদের শ্রদ্ধা জানিয়েছি। মহাত্মা ফুলে এবং ডঃ বাবাসাহেব আম্বেদকরের বিপুল অবদানের জন্য ভারত তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।“

 

CG/CB/ SKD/