Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাকুম্ভ ভারতের নিরন্তর আধ্যাত্মিক ঐতিহ্যকে মূর্ত করে এবং বিশ্বাস ও সম্প্রীতির উদযাপন করে: প্রধানমন্ত্রী


  নতুনদিল্লি ১৩ জানুয়ারী ২০২৫

প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর শুভারম্ভে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। 
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন,
“ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতির উদযাপনকারী কোটি কোটি মানুষের  বিশেষ দিন!
প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর সূচনা অসংখ্য মানুষকে বিশ্বাস, ভক্তি এবং সংস্কৃতির পবিত্র সঙ্গমে একত্রিত করেছে। মহাকুম্ভ ভারতের নিরন্তর আধ্যাত্মিক ঐতিহ্যকে মূর্ত করে এবং বিশ্বাস ও সম্প্রীতির উদযাপন করে।
আমি দেখে খুশি, প্রয়াগরাজ অনন্ত মানুষের আগমনে উচ্চকিত, তাঁরা পবিত্র স্নান ও আশীর্বাদ নিচ্ছেন। 
আশাকরি সমস্ত তীর্থযাত্রী এবং পর্যটকদের এখানে দারুণ সময় কাটবে।”

 

 

SC/AB/CS