নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে তাঁর বাসভবনে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এই বৈঠকগুলি ওই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার এবং উন্নয়নমূলক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ দেবে বলে প্রধানমন্ত্রী শ্রী মোদী মন্তব্য করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর এক্স বার্তায় বলেছেন;
“আজ সন্ধ্যায় আমি আমার বাসভবনে তিনটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রতীক্ষা করছি। আমি মরিশাসের প্রধানমন্ত্রী @KumarJugnauth, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং @POTUS @JoeBiden –এর সঙ্গে দেখা করব। এই বৈঠকগুলি ওই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনার এবং উন্নয়নমূলক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ দেবে।”
AC/SD/SKD
This evening, I look forward to three bilateral meetings at my residence.
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
I will be meeting Mauritius PM @KumarJugnauth, Bangladesh PM Sheikh Hasina and @POTUS @JoeBiden.
The meetings will give an opportunity to review India's bilateral ties with these nations and further…