Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মন কি বাত নিয়ে জনসাধারণের পরামর্শ আহ্বান প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০ মার্চ, ২০২৫ নির্ধারিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের জন্য জনসাধারণের পরামর্শ আহ্বান করেছেন। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :

“৩০ তারিখ নির্ধারিত এ মাসের #MannKiBaat-এর জন্য বিপুল সংখ্যক পরামর্শ পেয়ে খুশি। এই সমস্ত পরামর্শ সামাজিক কল্যাণে যৌথ প্রয়াসের শক্তিকে তুলে ধরে। এবারের এই পর্ব নিয়ে আরও বেশি সংখ্যক মানুষের পরামর্শ চাইছি।

https://www.mygov.in/group-issue/inviting-ideas-mann-ki-baat-prime-minister-narendra-modi-30th-march-2025/?target=inapp&type=group_issue&nid=357950”

 

SC/AB/DM.