Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘মন কি বাত’-এর জন্য জনগনকে ভয়েস মেসেজ রেকর্ড করতে প্রধানমন্ত্রীর আহ্বান


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’-এর জন্য ভয়েস মেসেজ রেকর্ড করতে জনগনের কাছে আহ্বান জানিয়েছেন |

এর আগে ‘মাই গভ’ প্ল্যাটফর্ম থেকে জনগণকে হিন্দি কিংবা ইংরাজিতে ‘মন কি বাত’-এর জন্য মাশুলহীন নম্বর ১৮০০ ৩০০০ ৭৮০০-এ নিজের বক্তব্য রেকর্ড করার জন্য অনুরোধ করা হয়েছিল।

প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, “@mygovindia দারুণ উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে আপনারা এই সপ্তাহের ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমি কিছু ভয়েস মেসেজ শুনেছি সেগুলি চমৎকার। এরকম মেসেজ আসতে থাকুক । সেগুলির কিছু কিছু এই রবিবারের অনুষ্ঠানে থাকবে।”|

SC/DSG/AG/S