Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মন কি বাত-এর জন্য চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসন্ন মন কি বাত পর্বের জন্য সাধারণ মানুষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই চিন্তাভাবনাগুলি MyGov, Namo App –এর মাধ্যমে ভাগ করে নেওয়া যেতে পারে অথবা ১৮০০-১১-৭৮০০ এই নম্বরে ডায়াল করে বার্তা রেকর্ড করা যাবে।  
 
চলতি মাসের ২৪শে এপ্রিল মন কি বাত-এর ৮৮তম পর্ব অনুষ্ঠিত হবে। 
 
প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন “#মনকিবাত -এর মাধ্যমে আমরা তৃণমূল স্তরের পরিবর্তনকারীদের অসাধারণ কীর্তি উদযাপন করি। আপনি কি এই ধরনের অনুপ্রেরণাদায়ক জীবনযাত্রার কথা জানেন? এই মাসের ২৪ তারিখের অনুষ্ঠানের জন্য সেগুলি ভাগ করে নিন। MyGov, Namo App –এ লিখে পাঠান অথবা বার্তা রেকর্ড করতে ১৮০০-১১-৭৮০০ নম্বরে ডায়াল করুন।”
 
CG/SS/SKD/