Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মন কি বাত অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী সকলের পরামর্শ আহ্বান করেছেন


নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫শে সেপ্টেম্বর বেলা ১১টায় মন কি বাত-এর যে পর্ব প্রচারিত হবে, সেই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণের কাছ থেকে পরামর্শ আহ্বান করেছেন। MyGov অথবা নমো অ্যাপ-এ এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়াও, 1800-11-7800 নম্বরে ফোন করেও মন কি বাত সম্পর্কে পরামর্শ দেওয়া যেতে পারে। আগ্রহী ব্যক্তিরা 1922-তে মিসড কল দিলে তাঁর ফোনে এসএমএস মারফৎ একটি লিঙ্ক পাঠানো হবে। সেখানে তিনি তাঁর পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

MyGov-এ পরামর্শ পাঠানোর আমন্ত্রণটি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন –

“ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের পরামর্শে MannKiBaat ঋদ্ধ হয়, যার ফলে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়। আগের মতোই এই মাসের পর্বেও আপনাদের কাছ থেকে আমি পরামর্শের অপেক্ষায় রইলাম। এই অনুষ্ঠানটি ২৫ তারিখ সম্প্রচারিত হবে।”

https://www.mygov.in/group-issue/inviting-ideas-mann-ki-baat-prime-minister-narendra-modi-25th-september-2022/?target=inapp&type=group_issue&nid=334031

PG/CB/DM