নতুন ২৬ ডিসেম্বর, ২০২৩
মধ্যপ্রদেশের তানসেন উৎসবে ১,২৮২ জন তবলা বাদকের পরিবেশনা গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পাওয়ায় শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
‘অনেক-অনেক অভিনন্দন!ভারতীয় সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।’
PG/AC/CS…
बहुत-बहुत बधाई! भारतीय संगीत को नई ऊंचाई पर ले जाने का ये प्रयास अत्यंत सराहनीय है। https://t.co/VnTq7gMLku
— Narendra Modi (@narendramodi) December 26, 2023