মধ্যপ্রদেশের অমরকন্টকে নর্মদা সেবাযাত্রার সমাপ্তি অনুষ্ঠানের এক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এক বার্তায় রবিবার তিনি বলেছেন :
“ মধ্যপ্রদেশের অমরকন্টকেনর্মদা সেবাযাত্রার সমাপ্তি উপলক্ষে আগামীকাল বিকেলে আয়োজিত এক কর্মসূচিতেঅংশগ্রহণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। নর্মদার সুরক্ষায় নর্মদা সেবাযাত্রা হল এক বিশেষ জনআন্দোলন যাএকইসঙ্গে পরিবেশ সুরক্ষার বার্তা-ও বহন করে ।
আগামীকাল মধ্যপ্রদেশে নর্মদা সেবা মিশনের সূচনা করব আমি যার বিশেষ প্রভাবপড়বে মধ্যপ্রদেশের পরিবেশের ওপর-ও।
আপনারা সরাসরি মোবাইলে আগামীকাল নর্মদা সেবাযাত্রা কর্মসূচি প্রত্যক্ষ করতেপারবেন এখান গিয়ে https://t.co/TYuxNNJfIf” ।
PG/SKD /NS/…
I am delighted to join the programme to mark the conclusion of the Narmada Seva Yatra in Amarkantak, Madhya Pradesh, tomorrow afternoon.
— Narendra Modi (@narendramodi) May 14, 2017
Narmada Seva Yatra is an excellent mass movement to protect the Narmada & conveys a larger message of saving the environment as well.
— Narendra Modi (@narendramodi) May 14, 2017
Tomorrow in Madhya Pradesh, I will be launching the #NarmadaSevaMission, which will surely have a major impact on MP’s ecology.
— Narendra Modi (@narendramodi) May 14, 2017
You can watch tomorrow’s Narmada Seva Yatra programme live on your mobiles. https://t.co/TYuxNNJfIf
— Narendra Modi (@narendramodi) May 14, 2017