Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মণিপুরের ৫০ তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ

মণিপুরের ৫০ তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ


নতুন দিল্লি,  ২১ জানুয়ারি, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫০ তম রাজ্য প্রতিষ্ঠা দিবসে মণিপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী রাজ্যের গৌরবময় যাত্রা পথে যাঁরা আত্মবিসর্জন দিয়েছেন ও আন্তরিক প্রয়াস নিয়েছেন তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানান। রাজ্যের ইতিহাসের উত্থান-পতনে মণিপুরবাসী যে সহনশীলতা ও একতা দেখিয়েছেন তা প্রকৃত শক্তির পরিচয় বহন করে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী রাজ্যবাসীর কাছ থেকে তাঁদের প্রত্যাশা ও আকাঙ্খা সম্পর্কে প্রত্যক্ষভাবে অবগত হতে নিরন্তর প্রয়াস গ্রহণের কথা পুনরায় উল্লেখ করেন, যাতে রাজ্যবাসীর আশা-আকাঙ্খা সম্পর্কে সরাসরি অবগত হওয়া যায় এবং তাঁদের সমস্যার সমাধানে সঠিক দিশা খুঁজে পাওয়া সম্ভব হয়। মণিপুরবাসী বহুপ্রত্যাশিত শান্তি খুঁজে পাওয়ায় শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মণিপুর যাবতীয় ধর্মঘট ও বিক্ষোভ থেকে মুক্তি পেতে চায়।
 
প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রে মণিপুরকে শক্তিধর রাজ্যে পরিণত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। মণিপুরের পুত্র ও কন্যারা ক্রীড়া ক্ষেত্রে দেশকে গৌরবান্নিত করেছেন। তাই রাজ্যের যুব সম্প্রদায়ের অদম্য জেদ ও নিষ্ঠা বিবেচনায় রেখে ভারতের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় এই রাজ্যেই গড়ে তোলা হয়েছে। স্টার্ট-আপ ক্ষেত্রেও মণিপুরের যুব সম্প্রদায়ের সাফল্যের কথা উল্লেখ করে শ্রী মোদী স্থানীয় হস্তশিল্পের প্রসারে সরকার অঙ্গীকাবদ্ধ বলে পুনরায় জানান। 
 
পূবে তাকাও নীতির কেন্দ্রবিন্দু হিসেবে উত্তর-পূর্বকে পরিণত করার পরিকল্পনায় মণিপুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও বলেন, ডাবল ইঞ্জিন সরকারের দরুণ রাজ্যবাসী রেল পরিষেবার মতো দীর্ঘ প্রতিক্ষিত সুবিধা পেতে চলেছে। এই রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এর মধ্যে জিরিবাম-টুপুল-ইম্ফল রেল লাইনও রয়েছে। একইভাবে ইম্ফল বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা পেতে চলেছে। উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরুর যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হয়েছে। ভারত-মায়ানমার-থাইল্যান্ড ত্রি-দেশীয় হাইওয়ে এবং উত্তরপূর্বাঞ্চলে গড়ে উঠতে চলা ৯ হাজার কোটি টাকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন থেকে মণিপুর লাভবান হবে। 
 
প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের অগ্রগতির পথে বাধা বিপত্তি দূর করা হয়েছে এবং আগামী ২৫ বছর মণিপুরের উন্নয়নের অমৃতকাল হয়ে উঠতে চলেছে। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের অগ্রগতি কামনা করে শ্রী মোদী ভাষণ শেষ করেন। 
 
 
CG/BD/SKD/