Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভোপালে শৌর্য স্মারক-এর উদ্বোধন করলেনপ্রধানমন্ত্রী, ভাষণ দিলেন জনসভায়

ভোপালে শৌর্য স্মারক-এর উদ্বোধন করলেনপ্রধানমন্ত্রী, ভাষণ দিলেন জনসভায়

ভোপালে শৌর্য স্মারক-এর উদ্বোধন করলেনপ্রধানমন্ত্রী, ভাষণ দিলেন জনসভায়

ভোপালে শৌর্য স্মারক-এর উদ্বোধন করলেনপ্রধানমন্ত্রী, ভাষণ দিলেন জনসভায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শুক্রবারভোপালে শৌর্য স্মারক-এর উদ্বোধন করলেন এবং জনসভায় ভাষণ দিলেন| এই সভায় উল্লেখযোগ্যসংখ্যায় প্রাক্তন-সৈনিকগণ উপস্থিত ছিলেন|

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেনা জওয়ানরামানবতার প্রতীক| প্রাকৃতিক বিপর্যয়ের সময় ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা কিভাবে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েন তার উল্লেখ করেন তিনি|

তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী শৃঙ্খলা,আচরণ ইত্যাদির ক্ষেত্রে বিশ্বের সেরাদের মধ্যে বিশেষ অবস্থানে রয়েছে| পৃথিবী জুড়েশান্তিরক্ষা বাহিনীতে অবদানকারীদের মধ্যে ভারত প্রধানতম| তিনি উল্লেখ করেন যে,ইয়েমেনের সাম্প্রতিক সংকটের সময় ভারতের সশস্ত্র বাহিনী শুধুমাত্র হাজার হাজারভারতীয় নাগরিকই নয়, অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করে নিয়ে এসেছে|

ভারতীয়রা কখনই যে অন্য দেশের ভূমির প্রতিলালায়িত হয় নি তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে, যখনমানবিক মূল্যবোধের সুরক্ষা দেওয়ার সময় আসে তখন ভারতীয় সশস্ত্র বাহিনী ঝাঁপিয়ে পড়তেপেছপা হয় না| তিনি উল্লেখ করেন যে, বিশ্বযুদ্ধগুলি ভারতের যুদ্ধ ছিল না, কিন্তুবিদেশের ভূমি রক্ষার জন্য প্রচুর ভারতীয়সেনা তাঁদের জীবনের বলিদানদিয়েছেন| তিনিবলেন, জওয়ানদের এই বলিদান আমাদের ভুলে গেলে চলবে না এবং পৃথিবীও যাতে এটা ভুলে নাযায়, তা আমাদের সুনিশ্চিত করতে হবে| তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর আসল শক্তিহচ্ছে এর জওয়ানদের মনোবল, যা ১২৫ কোটি ভারতীয়ের সমর্থন থেকে আসে|

সীমান্ত প্রহরায় থাকা জওয়ানদের বীরত্বেরপ্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল্য হচ্ছে শাশ্বত সতর্কতা|

প্রধানমন্ত্রী হিন্দি কবি মাখনলাল চতুর্বেদী ওরামধারী সিং দিনকর-এর উদ্ধৃতি দিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী আত্মবলিদানের গৌরবময়ঐতিহ্যের গুণগান করেন|

প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এক পদ একপেনসন-এর প্রতিশ্রুতি পূরণ করেছে| তিনি প্রাক্তন-সৈনিকদের কল্যাণে অন্যান্য যেসবপদক্ষেপ নেওয়া হচ্ছে তারও উল্লেখ করেন|

PG/AD/DM