প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে খনি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় ভূ-বিদ্যা সর্বেক্ষণ (জিএসআই) এবং ব্রাজিলের শক্তি ও খনি মন্ত্রকের অধীনস্থ জিওলজিক্যাল সার্ভে অফ ব্রাজিল (সিপিআরএম)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন দেওয়া হয়। এই চুক্তি অনুসারে, এই দুটি সংস্থা ভূ-বিদ্যা এবং খনিজ সম্পদের বিষয়ে সহযোগিতা করবে।
এই সমঝোতাপত্র অনুসারে ভারতের জিএসআই এবং ব্রাজিলের সিপিআরএম-এর মধ্যে ভূ-বিদ্যা ও খনিজ সম্পদের সহযোগিতার জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
**********
CG/CB/DM/