নয়াদিল্লি, ০৪ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী মাননীয় শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন।
এক্স পোস্টে তিনি লিখেছেন:
“আমার সহৃদয় বন্ধু প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে খুব ভালো কথাবার্তা হয়েছে। ভুটানের সঙ্গে ভারতের বন্ধুত্ব অত্যন্ত শক্তিশালী। বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে পরস্পরকে সহযোগিতা করছি।
@tsheringtobgay”
SC/MP/SB
Had a great conversation with my good friend, PM Tobgay. India’s friendship with Bhutan is robust. We are cooperating extensively in several sectors.@tsheringtobgay pic.twitter.com/hXcVqUYXhX
— Narendra Modi (@narendramodi) April 4, 2025