Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নতুন দিল্লি, ১৫ মার্চ, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে দেখা করেন। 

২০২৪-এ দায়িত্বগ্রহণের পর তাঁর প্রথম ভিন দেশ সফরে ভারতে এলেন ভুটানের প্রধানমন্ত্রী। 

দুই নেতা পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ, শক্তি ও জ্বালানি, জলবিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অগ্রগতি খতিয়ে দেখেন। ভারত এবং ভুটানের অনন্য অংশীদারিত্বকে আরও নিবিড় করার কথা বলেন দুই নেতা। 

ভুটানের উন্নয়নের প্রশ্নে ভারতকে এক বিশ্বস্ত সহযোগী বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী তোবগে।

ভুটানের রাজার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেরিং তোবগে ওই দেশ সফরের জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানান। ভারতের প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

PG/AC/SKD