নয়া দিল্লি: ২০ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারতসরকারের ১৭টি মুদ্রণালয়ের (জি.আই.পি.) যুক্তিসঙ্গত/একত্রীকরণ করা এবং আধুনিকীকরণেরঅনুমোদন দিল| এর মাধ্যমে এই মুদ্রণালয়গুলো পাঁচটি মুদ্রণালয়ের সঙ্গে একত্রীকরণ হয়েযাবে, এগুলো হচ্ছে — নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন, মিন্টোরোড ও মায়াপুরী; মহারাষ্ট্রের নাসিক এবং পশ্চিমবঙ্গের কলকাতার টেম্পল রোড|
এই পাঁচটি মুদ্রণালয়কে তাদের উদ্বৃত্ত জমিরনগদিকরণের মাধ্যমে পুনর্সংস্কার ও আধুনিকীকরণ করা হবে| একত্রীকৃত অন্য মুদ্রণালয়ের৪৬৮.০৮ একর জমি তুলে দেওয়া হবে নগরোন্নয়ন মন্ত্রকের ভূমি ও উন্নয়ন দফতরের কাছে|চণ্ডীগড়, ভূবনেশ্বর ও মাইসুরু এলাকার ভারত সরকারের পাঠ্যবই মুদ্রণালয়ের ৫৬.৬৭ একরজমি সংশ্লিষ্ট রাজ্যসরকারগুলোকে ফিরিয়ে দেওয়া হবে|
মুদ্রণালয়ের আধুনিকীকরণের ফলে গোটা দেশেরকেন্দ্রীয় সরকারের দফতরগুলোর গুরুত্বপূর্ণ গোপনীয়, জরুরি এবং মাল্টি-কালারমুদ্রণের কাজ করা সম্ভব হবে| আর এই পদক্ষেপগুলোকে রাজকোষাগার থেকে কোনো রকম অর্থব্যয় ছাড়া এবং চাকরির ক্ষেত্রে কোনো ধরনের ছাঁটাই ছাড়াই সম্পন্ন করা হবে|
A.D.