Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত মণ্ডপম-এ স্থাপিত নটরাজ মূর্তিটি ভারতের প্রাচীন শিল্প নিদর্শন ও ঐতিহ্যকেই তুলে ধরেছে : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর, ২০২৩

 

ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি আরও সজীব ও জীবন্ত হয়ে উঠেছে ভারত মণ্ডপম-এ স্থাপিত নটরাজ মূর্তিটির মাধ্যমে।

একথা বলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকেন্দ্রের এক ট্যুইট বার্তা তুলে ধরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মন্তব্য করেছেন :

“ভারত মণ্ডপম-এ স্থাপিত নটরাজ মূর্তিটির মাধ্যমে ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির নানা দিক আরও সজীব ও জীবন্ত হয়ে উঠেছে। জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের সমাবেশে এই মূর্তিটি ভারতের বহু প্রাচীন এক শিল্প নিদর্শন ও ঐতিহ্যকেই তুলে ধরবে।”

AC/SKD/DM