Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি

ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি


নয়াদিল্লি,  ৯  সেপ্টেম্বর, ২০২৩

 

আমরা ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা-মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ, নতুন দিল্লিতে জি২০ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন চলাকালীন মিলিত হয়েছি। আমরা এই গোষ্ঠীর প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকার পুর্নব্যক্ত করছি যার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে আর্থিক সহযোগিতার এই সংস্থাটি বিভিন্ন সমস্যার সমাধানসূত্র খুঁজে বের করতে পারবে। 

ভারতের সভাপতিত্বে জি২০ গোষ্ঠীর যে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে, পরবর্তী তিনটি সভাপতিত্বের সময়কালে আমরা বিশ্বের নানা সমস্যা মোকাবিলায় সেই অভিজ্ঞতাকে কাজে লাগাব। এই আবহে বিশ্বব্যাঙ্কের সভাপতির সঙ্গে একত্রে আমরা আরও উন্নত, বৃহত্তর এবং কার্যকরী বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক গড়ে তোলার জন্য জি২০-র অঙ্গীকারকে স্বাগত জানাই। জি২০-র মাধ্যমে একযোগে কাজ করার মধ্য দিয়ে আমাদের ক্ষমতা এবং আরও ভালো ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কীভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারি সে বিষয়গুলিই এই অঙ্গীকারের মধ্যে প্রতিফলিত হয়েছে।

 

AC/SS/NS