Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত – তীব্বত সিমান্ত পুলিশের গ্রু ‘এ’ জেনারেল ডিউটি (এক্সিকিউটিভ) ক্যাডার এবং নন-গেজেটেড ক্যাডার পদের পর্যালোচনার প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ভারত –তীব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) – এর গ্রু ‘এ’ জেনারেল ডিউটি (এক্সিকিউটিভ) ক্যাডার এবং নন-গেজেটেড ক্যাডার পদের পর্যালোচনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রেক্ষিতে মন্ত্রিসভার পক্ষ থেকে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইটিবিপি-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট থেকে অতিরিক্ত মহা-নির্দেশক পদ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গ্রু ‘এ’ জেনারেল ডিউটি (এক্সিকিউটিভ) ক্যাডার এবং নন-গেজেটেড ক্যাডার পদের দায়িত্ব বাড়িয়ে সিনিয়র ডিউটি পদে সুপারভাইজারি স্টাফ পদমর্যাদাসম্পন্ন করা হয়েছে।

এছাড়াও, দুটি নতুন কমান্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ ধরনের পশ্চিমাঞ্চলীয় কমান্ডটি গড়ে উঠবে চন্ডীগড়ে এবং পূর্বাঞ্চলীয় কমান্ড গড়ে তোলা হবে গুয়াহাটিতে। প্রতিটি কমান্ডের প্রধান হিসাবে থাকবেন একজন অতিরিক্ত মহা-নির্দেশক এবং তাঁকে সাহায্য করবেন ইন্সপেক্টর জেনারেল।

আইটিবিপি-তে এ ধরনের গ্রুপ ‘এ’ পদ সৃষ্টির ফলে বাহিনীর কার্যকরিতা ও দক্ষতা বাড়বে। সেই সঙ্গে, প্রশাসনিক কাজকর্ম আরও সুচারু রূপে সম্পন্ন হবে। সিদ্ধান্ত হয়েছে যে, গ্রু ‘এ’ জেনারেল ডিউটি (এক্সিকিউটিভ) ক্যাডার পদের জন্য নতুন ৬০টি পদ এবং গ্রুপ ‘এ’ নন-গেজেটেড ক্যাডার পদের জন্য ২টি পদ সৃষ্টি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন ও নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি হলেই এই পদগুলি পূরণ করার প্রক্রিয়া শুরু হবে।

**************

CG/BD/SB