নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২৫
ভারত জুড়ে নতুন নতুন জীবিকা সৃষ্টি করতে, তৃণমূল স্তরে আয় বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য গভর্মেন্ট ই-মার্কেট প্লেস (জিইএম)-এর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:
“ভারত জুড়ে নতুন নতুন জীবিকা সৃষ্টি করতে, তৃণমূল স্তরে আয় বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য এটি প্রশংসনীয় এক উদ্যোগ।”
SC/CB/SKD
Commendable feat, ensuring a boost in livelihoods, driving grassroots employment and economic growth across India. https://t.co/nny2a1UhKZ
— Narendra Modi (@narendramodi) April 1, 2025